কলাকোপা ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামে অবস্থিত
নবাবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ব্রজ নিকেতন। পায়ে হেটে বা রিক্সায় যাওয়া যায়।
0
কলাকোপা ইউনয়নের ব্রজনিকেতন বিনোদনের এক অপূর্ব স্থান। যে কোন ধরনের জাতীয়, ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে জনসমাগমে মুখরিত হয়ে ওঠে এ স্থানটি। ব্রজনিকেটন মূলত একটি পূরাতন জমিদার বাড়ি, স্থানীয় জনগনের উদ্যোগে এটি কলাকোপা ইউনয়নের একটি উল্লেখ্যোগ্য দর্শনীয় স্থানে পরিনত হয়েছে।
Brojaniketon
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS