Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কলাকোপা ইউনিয়নের ইতিহাস

নদী আর স্থাপনার সমন্বয় কলাকোপা ইউনিয়নের মূল বৈশিষ্ট্য। ইতিহাস-ঐতিহ্যের বিশাল এক ভাণ্ডার কলাকোপা ইউনিয়ন। উনিশ শতকেও এখানে জমিদারদের বসতি ছিল। প্রায় ২০০ বছরের ইতিহাস সমৃদ্ধ গ্রাম কলাকোপা একসময় ব্যবসা-বাণিজ্যের তীর্থস্থান ছিল। এখানকার প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়ানো, যার প্রাণ ইছামতি নদী।

এখানে দেখার অনেক কিছু আছে। একদিকে স্নিগ্ধ অপরূপ প্রকৃতি অন্য দিকে নানা পুরাণ কাহিনী। কোকিলপ্যারী জমিদার বাড়ির পাশে উকিল বাড়ি তারপর জমিদার ব্রজেন সাহার ব্রজ নিকেতন (যা এখন জজ বাড়ি নাম ধারণ করেছে) ব্যবসায়ী রাধানাথ সাহার বাড়ি, শ্রীযুক্ত বাবু লোকনাথ সাহার বাড়ি (যার খ্যাতি মঠবাড়ি বা তেলিবাড়ি নামে) মধুবাবুর পাইন্না বাড়ি, পোদ্দার বাড়ি এবং কালি বাড়ি। ঢাকার খুব কাছে স্থাপত্য সৌন্দর্যে ঘেরা ইতিহাস ঐতিহ্যের কলাকোপা ইউনিয়ন।

এখানকার স্থাপনাগুলো নির্মিত হয়েছে গ্রীক আর্কিটেকচারের আদলে, ডরিক কলামে। এখানে আরও আছে খেলারাম দাতার বিগ্রহমন্দির, মহামায়া দেবীর মন্দিরের বাইরে অনেক পুরানো ভবন ও মঠ চোখে পড়বে কলাকোপায়।