Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Trade License
Details

ট্রেড লাইসেন্স একজন ব্যবসায়ীকে তার ব্যবসা পরিচালনা করার স্বাধীনতা দেয়। ব্যবসায়ের অনুকূলে যেকোনো কার্যক্রমের জন্য ট্রেড লাইসেন্স একটি অবধারিত নথি। ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন এর মাধ্যমেই একজন উদ্যোক্তা ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ব্যাংক থেকে ঋণ এবং ব্যবসায়িক সংগঠনের সদস্য হতে পারেন। 

তাই, আপনার মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্সটি অতি দ্রুত নবায়ন করুণ এবং আপনি যদি কলাকোপা ইউনিয়নে নতুন ব্যবসায়ী হোন তবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে আজই ট্রেড লাইসেন্স নিন।

নবাবয়নের জন্য যা যা প্রয়োজনঃ

#বর্তমান ট্রেড লাইসেন্স এর কপি।

# জাতীয় পরিচয়পত্র কপি।

# ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

#  মোবাইল নাম্বার।


নতুন ট্রেড লাইসেন্সের জন্য যা যা প্রয়োজনঃ

# ভবন মালিকের সাথে চুক্তিনামার কপি। (ভবনের মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিক একজন হলে প্রয়োজন নেই।)

# প্রতিষ্ঠানের নাম সম্বলিত সাইনবোর্ডসহ একটি 3R সাইজের ছবি।

# প্রতিষ্ঠান মালিকের জাতীয় পরিচয়পত্র কপি ও ১টি পাসপোর্ট সাইজের ছবি।

# অনলাইন আবেদনপত্রে অত্র বাজার কমিটির সভাপতি / সাধারণ সম্পাদক / সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের স্বাক্ষর।

# আদেনকারীর স্বাক্ষর।


ধন্যবাদান্তে

মোঃ ইব্রাহিম খলিল

চেয়ারম্যান ৮নং কলাকোপা ইউনিয়ন পরিষদ

নবাবগঞ্জ, ঢাকা।

Attachments
Publish Date
09/07/2024
Archieve Date
30/09/2024