এতদ্বারা কলাকোপা ইউনিয়নে বসবাসকারী সকল স্থায়ী ও অস্থায়ী নাগরিকদের জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক সকল নাগরিকের জন্ম নিবন্ধন ও সকল মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। সরকারের সেই লক্ষ্যমাত্রাকে আরো বেগবান করতে এক বছরের কম বয়সী সকল শিশুর জন্ম নিবন্ধন এবং এক বছরের কম মৃত্যু গ্রহণকারীর মৃত্যু নিবন্ধন বিনা ফিসে করে দেওয়া হচ্ছে।
১ বছরের কম বয়সীদের জন্য যে সকল কাগজাদি প্রয়োজন-
#টিকা কার্ডের কপি অথবা হাসপাতাল কর্তৃক প্রদত্ত জন্ম কার্ড।
#পিতা-মাতার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয়পত্র কপি।
#সম্প্রতি পরিশোধকৃত হোল্ডিং ট্যাক্স রশিদ।
এক বছরের কম মৃত্যু গ্রহণকারীর মৃত্যু নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজাদি-
#মৃত্যুর প্রমাণপত্রের কপি অথবা মেম্বার কর্তৃ।ক প্রদত্ত মৃত্যু প্রত্যয়ন।
#জাতীয় পরিচয়পত্র বা জন্ম সদ কপি।
# মৃতের পিতা, মাতা, স্বামী/স্ত্রী জীবিত হলে তাদের জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র কপি।
#সম্প্রতি পরিশোধকৃত হোল্ডিং ট্যাক্স রশিদ।
#আবেদনকারীর জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র কপি ও ১ কপি ছবি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS